শুরু হতে যাছে বাংলাদেশ হাইটেক পার্ক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ উদ্যোগে আইসিটি এক্সপো- ২০১৭। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা চলবে ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত।তিন দিন ব্যাপী এই মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় ল্যাপটপ নিয়ে আসছে আমেরিকান ব্রান্ড আইলাইফের বাংলাদেশের একমাত্র পরিবেশক সুরভী এন্টারপ্রাইজ। মেলার ৩৭ নং স্টলে এই ব্র্যান্ডের সকল ল্যাপটপ প্রদর্শন করা হবে। অত্যন্ত আকর্ষণীয় স্মার্ট ল্যাপটপগুলো ছাত্র-ছাত্রী ও অফিস এক্সিকিউটিভদের ব্যবহারের জন্য সুলভ মূলে পাওয়া যাবে। ছাত্র-ছাত্রীরা স্টুডেন্ট আইডি প্রদর্শনপূর্বক মেলায় আকর্ষণীয় ডিসকাউন্ট ও উপহার পাবে।
এই মেলায় থাকবে আই লাইফের সর্বাধিক বিক্রিত ল্যাপটপ জেড এয়ার ১৪ ইঞ্চি যার মূল্য ১৬,৪৯৯ টাকা। এছাড়াও মেলায় পাওয়া যাবে নতুন অল ইন ওয়ান ফুল টাচ পিসি মাত্র ২৯,৯৯০ টাকায়।আই লাইফের প্রতিটি ল্যাপটপে রয়েছে ইনটেল প্রসেসর ও জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম এবং ১ বছরের ওয়ারেন্টি।মেলা উপলক্ষে প্রত্যেকটি ল্যাপটপের সাথে থাকছে আকর্ষণীয় উপহার ও বিশেষ ছাড়। আইলাইফের সকল পণ্য রাইয়ান্স কম্পিউটার’স, স্টার টেক, কম্পিউটার ভিলেজ, টেক ভিউ, বেসিক টেকনোলজি, টেকনো পেলেসসহ দেশ জুড়ে অনুমোদিত শো রুমে পাওয়া যাবে।এছাড়া অনলাইন শপ Pickaboo.com , Daraz.com, Bagdoom.com, এ পাওয়া যায়। আইলাইফের পণ্য ইতিমধ্যে ক্রেতাদের আস্থা অর্জনের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/ilifebangladesh1/
মুল লেখা: http://www.dainikamadershomoy.com